বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে ৭ ম্যাচ খেলে একমাত্র অপরাজিত দল হিসেবে নিউজিল্যান্ড সফরে যায় ভারত। কিন্তু সেখানে কিউইদের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ল কোহলি বাহিনী। শুধু তাই নয়, টেস্টে অধিনায়কত্ব পাওয়ার পর বিরাট কোহলি প্রথমবার হোয়াইট ওয়াশের লজ্জায় পড়েছেন। স্বাভাবিক ভাবেই ম্যাচ শেষে ক্ষুব্ধ ছিলেন ভারত অধিনায়ক। এরপর সাংবাদিকের প্রশ্নে তো মেজাজই হারালেন তিনি।
তৃতীয় দিনের খেলা চলাকালীন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে স্বাগতিক দর্শকদের উদ্দেশে তাকিয়ে ঠোঁটে আঙ্গুল দিয়ে তাদেরকে চুপ করতে বলেন কোহলি। যা টিভি ক্যামারায় বার-বার দেখানো হয়। পরবর্তীতে এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়। এমনকি নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের আউটের পর কোহলির উচ্ছ্বসিত উল্লাসও চোখে পড়েছে সকলের।
তাই ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে মাঠে অধিনায়কের আচরণ নিয়ে ভারতেরই এক সাংবাদিকের প্রশ্ন, ‘আউট হওয়ার পর কেন উইলিয়ামসনের প্রতি আপনার আচরণ নিয়ে কি বলবেন? ভারতের অধিনায়ক হিসেবে আপনার আরও ভাল উদাহরণ স্থাপন করা উচিত ছিলো কিনা?’ জবাবে কোহলি পাল্টা ওই সাংবাদিককে প্রশ্ন করেন, ‘আপনার কী মনে হয়?’ এরপর ওই সাংবাদিক বলেন, ‘আমি তো আপনাকে প্রশ্ন করেছি।’
সাথে সাথে কোহলি কিছুটা রাগান্বিত কণ্ঠে বলেন, ‘আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে বলছি।’ তখন ওই সাংবাদিক বলেন, ‘আরও ভাল উদাহরণ রাখা উচিত ছিলো আপনার।’
এরপর কোহলি বলেন, ‘আপনাকে বের করতে হবে তখন ঠিক কি ঘটেছিল। আরও ভাল প্রশ্ন নিয়ে আসা উচিত ছিল আপনার। যা ঘটেছিল তার অর্ধেক প্রশ্ন বা অর্ধেক খবর নিয়ে আপনি এখানে আসতে পারেন না। আপনি যদি বিতর্ক তৈরি করতে চান, তবে এটা তার উপযুক্ত জায়গা নয়। আমি এটা নিয়ে ম্যাচ রেফারির সাথে কথা বলেছি। যা ঘটেছে, তা নিয়ে তারও কোন সমস্যা নেই। ধন্যবাদ।’
এর আগে, ২০১৮ সালে ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারার পর সংবাদিক সম্মেলনে কোহলি মেজাজ হারিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব