ভারত সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা দলে ফিরেছেন সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস ও ভ্যান ডার ডুসেন। সফরের জন্য সোমবার ঘোষিত ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন নতুন মুখ স্পিনার জর্জ লিন্ডে। প্রথম সন্তান ভুমিষ্ঠ হওয়া উপলক্ষে স্ত্রীর পাশে থাকতে ভারত সফর থেকে নাম প্রত্যাহার করে নেয়া তাবরাইজ শামসির পরিবর্তে দলে ডাক পান লিন্ডে।
গেল অক্টোবরে ভারত সফরে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিলো লিন্ডের। এক টেস্ট খেলে ৪ উইকেট নেন তিনি। ওই অভিজ্ঞতার কারণে এবার ওয়ানডে সিরিজের দলে ডাক পেলেন ২৮ বছর বয়সী লিন্ডে। ৬২টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ১১৪৬ রান ও ৮৬ উইকেট শিকার করেন তিনি। ৮টি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি। লিন্ডের সাথে স্পিন বিভাগে আরও আছেন কেশব মহারাজ ও স্পিন অলরাউন্ডার জন-জন স্মুটস।
তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের দলে নেই ডু-প্লেসিস-ডুসেন। তাদের বিশ্রাম দেয়া হয় বলে জানিয়েছিলেন দলের কোচ মার্ক বাউচার। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোন সীমিত ওভারের ম্যাচ খেলেননি ডু-প্লেসিস।
গেল মাসে শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে তিন ফরম্যাটেই দলের হয়ে খেলেছেন ডুসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষেও টি-২০ সিরিজে খেলেছেন তিনি। কিন্তু তার কাছ থেকে কোনো বড় ইনিংস পায়নি দল। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজে সুযোগ হয়নি তার। তবে ডু-প্লেসিসের সাথে ভারতের বিপক্ষে সিরিজের দলে ফিরলেন তিনি।
আগামী ১২ মার্চ থেকে ধর্মশালায় শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে হবে ১৫ ও ১৮ মার্চ।
দক্ষিণ আফ্রিকা দল : কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটরক্ষক), তেম্বা বাভুমা, ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস, কাইল ভেরেইন, হেনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, জন-জন ¯ু§টস, আন্দিল ফেলুকওয়াও, লুঙ্গি এনগিডি, লুথো সিপামলা, ব্যুরান হেন্ড্রিক্স, এনরিখ নর্টি, জর্জ লিন্ডে ও কেশব মহারাজ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম