ক্রাইস্টচার্চ টেস্টের পরে সাংবাদিকের এক প্রশ্নে মেজাজ হারিয়ে সমালোচনার মুখে পাড়েন ভারত অধিনায়ক বিরাট কোহলি।
টেস্টের দ্বিতীয় দিন সকালে যশপ্রীত বুমরার বলে কেন উইলিয়ামসন আউট হওয়ার পরে কোহলিকে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। এমনকি, দশর্কদের চুপ করারও ইঙ্গিত করেন ভারত অধিনায়ক।
এ ব্যাপারে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসনকেও এই নিয়ে প্রশ্ন করলে তিনি তা উড়িয়ে দেন। উইলিয়ামসন বলেন, ‘‘বিরাট ও রকমই। মাঠে ও বরাবরই আবেগপ্রবণ। ওই নিয়ে বেশি ভাবার কোনও দরকারই নেই।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ