সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার তামিম ইকবালের ঝড়ো সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩২২ রান সংগ্রহ। জবাবে জয়ের কাছাকাছি পৌঁছে গিয়েছিল জিম্বাবুয়ে। তবে তারা থেমে যায় ৮ উইকেটে ৩১৮ রানে। ৪ রানের জয় পায় টাইগাররা।
এদিন, ১৩৬ বলে ২০ চার ও ৩ ছক্কায় ১৫৮ রান করেন তামিম। তামিমের জন্য এ রকম ইনিংস পজিটিভ বলে মন্তব্য করেছেন মাশরাফি বিন মর্তুজা। তামিম বেশ কিছুদিন ধরে রান পাচ্ছিল না। তবে এ ধরনের ইনিংস খেলতে পারে সেটা আমরা জানতাম।
তামিম ইকবালের প্রশংসা করে তিনি বলেন, হি ইজ এ নাইস প্লেয়ার অ্যান্ড এক্সিলেন্স প্লেয়িং।
মাশরাফি বলেন, ‘তামিম সবসময় স্পেশাল খেলোয়াড়, এমনকি সে রান না করলেও। যখন সে ব্যাটিং করে তখন ড্রেসিংরুমের সবাই রিল্যাক্সে থাকে। মুশি-সহ (মুশফিক) সিনিয়ররা সবাই ভাল ব্যাট করেছে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ