এফএ কাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার রাতে চেলসির বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে লিভারপুল। এই হারে শেষ ষোলো থেকেই ফাইনাল থেকেই বিদায় নিতে হল অলরেডদের। আর চেলসি জায়গা করে নিল কোয়ার্টার ফাইনালে।
এদিন ম্যাচের ১৩ মিনিটেই তাদের বিপক্ষে লিড নেয় চেলসি। এ সময় ডি বক্সের সামনে ব্যাক পাস করে লিভারপুলের রক্ষণভাগের খেলোয়াড়রা। সেখানে ভুল পাসে বল পেয়ে যান উইলিয়ান। তার নেওয়া শট লিভারপুলের গোলরক্ষক আদ্রিয়ানের গায়ে লেগে জালে আশ্রয় নেয়। ম্যাচের বয়স যখন ১ ঘণ্টা তখন অলরেডদের ২-০ গোলে পিছিয়ে দেন রোস বার্কলি। এ সময় নিজেদের অর্ধে বল পাওয়ার পর একাই টেনে নিয়ে যান ডি বক্সের কাছে। তীব্র গতিতে বল নিয়ে এগিয়ে যেতে থাকা বার্কলিকে কয়েকজন রোখার চেষ্টা করেও ব্যর্থ হন। ডি বক্সের সামনে থেকে তার নেওয়া জোরালো শট আদ্রিয়ান কিছু বুঝে ওঠার আগেই জালে জড়ায়।
বাকি সময়ে অবশ্য আর কোনো গোল হয়নি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের দলের জয়ের জন্য আর কোনো গোলের প্রয়োজনও হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ