সাবেক লিভারপুল স্ট্রাইকার ড্যানিয়েল স্টারিজ জুয়া খেলার নিয়ম ভেঙ্গে শাস্তির মুখোমুখি হয়ে আপিল করে দ্বিগুণ শাস্তি ভোগ করতে চলেছেন।
২০১৮ সালে জানুয়ারির দলবদলে সম্ভাব্য সেভিয়ায় যোগ দেওয়ার কথা ছিল তার। এ নিয়ে কিছু গোপন তথ্য নিজের ভাইকে দিয়েছিলেন স্টারিজ। পরবর্তীতে এজন্য স্বাধীন নিয়ন্ত্রণ কমিশন গত জুনে তাকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞার পাশাপাশি ৭৫ হাজার পাউন্ড জরিমানা করে।
তবে এ শাস্তি পছন্দ হয়নি তার। ভেবেছেন আপিল করলে শাস্তির মাত্রা কমে যাবে। তাই প্রাথমিক এই শাস্তির বিরুদ্ধে ইংল্যান্ড ফুটবলের সর্বোচ্চ সংস্থা এফএ তে আপিল করেন স্টারিজ। আপিলের পরিপ্রেক্ষিতে আরও বড় শাস্তি মিললো ৩০ বছর বয়সী এই ফুটবলারের। জরিমানার পরিমাণ যেমন বেড়ে হয়েছে দ্বিগুণ। একই সঙ্গে নিষেধাজ্ঞার সময়সীমা দুই সপ্তাহ থেকে বেড়ে হয়েছে চার মাস।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ