করোনাভাইরাস আতঙ্কে যখন একের পর এক খেলাধুলার আসর পরিত্যক্ত হচ্ছে অথবা স্তগিত হয়ে যাচ্ছে, সেখানে উল্টো পথে হেঁটে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হল পূর্ব নির্ধারিত সূচি মেনেই। যদিও করোনাভাইরাসের সংক্রমণের সম্ভাবনা এড়াতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হল দর্শকশূন্য গ্যালারিতে। রুদ্ধদ্বার এসসিজিতে সিরিজের প্রথম ম্যাচে কিউয়িদের ৭১ রানে পরাজিত করে অজিরা।
টস জিতে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৫৮ রান তোলে অজিরা। দুই ওপেনার ফিঞ্চ ও ওয়ার্নারের সঙ্গে হাফ-সেঞ্চুরি করেন মার্নাস ল্যাবুশেন। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪১ ওভারে ১৮৭ রানে অল-আউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার হয়ে ওয়ার্নার ৮৮ বলে ৬৭ রান করেন। তিনি ৮টি চার মারেন। ফিঞ্চ করেন ৭৫ বলে ৬০ রান। তিনি ৩টি চার ও ২টি ছক্কা হাঁকান। ল্যাবুশেন ৫২ বলে ৫৬ রানের অনবদ্য ইনিংস খেললেও মাত্র ২টি বাউন্ডারি মেরেছেন। এছাড়া মিচেল মার্শ ২৭ ও প্যাট কামিন্স অপরাজিত ১৪ রানের যোগদান রাখেন। ইশ সোধি ৩টি এবং লোকি ফার্গুসন ও মিচেল স্যান্টনার ২টি করে উইকেট দখল করেন।
কিউয়িদের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪০ রান করেন মার্টিন গাপ্টিল, টম লাথাম ৩৮, কলিন ডি’গ্র্যান্ডহোম ২৫ ও কেন উইলিয়ামসন ১৯ রান করে আউট হন। রস টেলর সাজঘরে ফেরেন ৪ রান করে। কামিন্স ও মার্শ ৩টি করে উইকেট নেন। ২টি করে উইকেট দখল করেন হ্যাজেলউড ও জাম্পা। ম্যাচের সেরা হয়েছেন মিচেল মার্শ। এই জয়ের সুবাদে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে যায় ১-০ ব্যবধানে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ