কিংবদন্তি ফুটবলার পাওলো মালদিনির দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে তার ১৮ বছর বয়সী সন্তান দানিয়েলও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে মালদিনি ও তার সন্তান দুজনেই কোয়ারেন্টিনে আছেন।
গত দুই সপ্তাহ ধরেই ইতালি ও এসি মিলানের কিংবদন্তি ডিফেন্ডার ও তার সন্তান দুজনেই আইসোলেশনে ছিলেন। কিন্তু চলতি সপ্তাহে তাদের করোনার উপস্থিতি পাওয়া যায়। আপাতত ভাইরাস থেকে মুক্ত হওয়ার আগ পর্যন্ত তাদের কোয়ারেন্টিনেই থাকতে হবে।
উল্লেখ্য, পাওলো মালদিনি চারটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯০, ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার