জাতীয় ক্রিকেট দলের সাবেক তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশারের সঙ্গে ফেসবুক লাইভে আড্ডা দিয়েছেন বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। আড্ডার উদ্দেশ্যই ছিল- দেশের ক্রিকেটের শুরুর সময়ের সংগ্রামের গল্পগুলো জানা। সেখানেই বোলিং মেশিন নিয়ে মজার তথ্য দেন সুজন। তুলে ধরেন সুযোগ সুবিধার অপ্রতুলতার কথা।
খালেদ মাহমুদ সুজন জানান, আমাদের তখন একটা জিনিস ছিল, আমরা স্কিলের দিক থেকে অতটা ভালো বোলার ছিলাম না কেউ। আমাদের টেকনিক্যাল অনেক প্রবলেম ছিল। বোলিং মেশিন দেখেছিলাম ১৯৯৯ বিশ্বকাপের আগে। তাও সেটার নাম দিয়েছিলাম মুচকি হাসি। আমাদের সময় একটা আউট সুইং আসত বা একটা ইনসুইং আসত, এটা ছিল অনেক কষ্টের। আমাদের যেটা ছিল, আমরা রেগুলার ম্যাচ দেখতাম। প্রিমিয়ার লিগের খেলা বা টিভিতে যে কোনো খেলা। আমাদের গেম সেন্স কিন্তু ভালো ছিল।
বিডি প্রতিদিন/ফারজানা