একই রকম দেখতে। পুরোপুরি না হলেও অনেকটা তো বটেই। আর তাই তুরস্কের এক টিভি সিরিজ দেখতে বসে অবাক মোহাম্মদ আমির। পাকিস্তানের তারকা বোলার সেই বিস্ময়ের কারণই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে দেখা যাচ্ছে এমন একজনকে, যার মুখের সঙ্গে সাদৃশ্য রয়েছে বিরাট কোহলির। আমির তাই পোস্ট করে মজার সুরে লিখেওছেন, “ভাই বিরাট কোহলি, এটা কি তুমি? আমি তো বিভ্রান্ত।” সঙ্গে একটা হাসির ইমোজিও পোস্ট করেছেন বা-হাতি পেসার।
বাইশ গজে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী হলেও মাঠের বাইরে কোহলির সঙ্গে আমিরের রীতিমতো ভাল সম্পর্ক। কয়েক বছর আগে ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের আগে আমিরকে নিজের ব্যাট উপহার দিয়েছিলেন কোহলি। গত বছর কোহলি আইসিসির স্পিরিট অব দ্য ক্রিকেট পুরস্কার জেতার পর পাকিস্তানের পেসার তাকে ‘গ্রেট’ বলেও চিহ্নিত করেছিলেন। এই ছবি পোস্ট করে কোহলির সঙ্গে মজার সেই সম্পর্কের ইঙ্গিতই ক্রিকেটমহলে দিয়েছেন আমির। লকডাউনের জন্য এখন পুরো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। তার মধ্যেই আমিরের এই রসবোধ সাড়া ফেলেছে নেটাগরিকদের মধ্যে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/শফিক