৩ জুলাই, ২০২০ ০৯:২১

চ্যাম্পিয়ন লিভারপুলকে এক হালি গোল দিল ম্যান সিটি!

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন লিভারপুলকে এক হালি গোল দিল ম্যান সিটি!

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির কাছে ম্যানচেস্টার সিটির পরাজয়ে লিগ শিরোপা নিশ্চিত হয়ে গেছিল লিভারপুলের। এদিকে মুখোমুখি লড়াইয়ে নেমে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন লিভারপুলের জালে গুনে গুনে ঠিক এক হালি অর্থাৎ চার গোল দিয়েছে তারা। 

ঘরের মাঠে ৪-০ গোলের এ জয়ের মাধ্যমে ১৯৩৭ সালের পর এবারই প্রথম লিভারপুলের বিপক্ষে টানা তিনটি হোম ম্যাচ জিতল ম্যান সিটি। ম্যাচের প্রথমার্ধেই তিন গোল করে সিটিজেনরা, দ্বিতীয়ার্ধে অন্য গোলটি আসে লিভারপুলের আত্মঘাতী উপহার হিসেবে।

ম্যাচের প্রথম ২০ মিনিটেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে কাজের কাজ গোলটি করতে পারেনি অলরেডরা। শেষ গোলের মতো প্রথম গোলটিও এক অর্থে উপহারই পেয়েছে ম্যান সিটি। ২৫ মিনিটের সময় ডি-বক্সের ভেতরে রহিম স্টারলিংকে ফাউল করেন জোসেফ গোমেজ, পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পটকিক থেকে দলের প্রথম গোলটি করেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন।

মিনিট দশেক পর ব্যবধান বাড়ান স্টারলিং। বলের নিয়ন্ত্রণ ঠিকভাবে নিতে না পারলেও, জালের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি এ ইংলিশ ফরোয়ার্ড। ম্যাচের বিরতিতে যাওয়ার আগে লিভারপুলকে ০-৩ গোলে পিছিয়ে দেন ফিল ফোডেন। বড় ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক দলটি।

বিরতি থেকে ফিরেও গোলের নেশা থামেনি তাদের। আক্রমণ চলতে থাকে শুরুর মতোই। কিন্তু জালের ঠিকানা পাওয়া যায়নি। ম্যাচের ৬৬ মিনিটে নিজেদের জালেই গোল করেন লিভারপুলের অ্যালেক্স অক্সলেড চ্যাম্বারলিন, পূরণ হয় হালি। পরে ৮২ মিনিটে রিয়াদ মাহরেজ ব্যবধান ৫-০ করেছিলেন বটে, তবে ভিএআরে বাতিল হয়ে যায় সেটি।

এ ম্যাচের পর ৩২ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে ম্যান সিটি। সমান ম্যাচে ৮৬ পয়েন্ট আগেই লিগ শিরোপা নিশ্চিত করা লিভারপুলের। লিগের বাকি আর মাত্র ৬টি ম্যাচ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

সর্বশেষ খবর