শিরোনাম
২৫ জুলাই, ২০২০ ০৫:১১

পোপ-বাটলারের ব্যাটে প্রথম দিন শেষ ইংল্যান্ডের

অনলাইন ডেস্ক

পোপ-বাটলারের ব্যাটে প্রথম দিন শেষ ইংল্যান্ডের

ওল্ড ট্র্যাফোর্ডে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিন নিজেদের করে নিয়েছে ইংল্যান্ড। টস জিতে বোলিং বেছে নিয়ে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ ভালো শুরু করলেও অলি পোপ ও জস বাটলারের ব্যাটে সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করেছে ইংলিশরা।

শুক্রবার প্রথম দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৮৫.৪ ওভারে ৪ উইকেটে ২৫৮। পোপ ৯১ ও বাটলার ৫৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। আলোকসল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায় নির্ধারিত সময়ের একটু আগেই।

সিরিজ নির্ধারণী এই টেস্টে জ্যাসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ দারুণ শুরু করে। টস ভাগ্য ছিল পক্ষে। ম্যাচের প্রথম ওভারেই উইকেটও পেয়ে যায়। ১২২ রানের মধ্যে টপ অর্ডারের চার জন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে জোরালো ধাক্কা দেন ক্যারিবিয়ানরা। কিন্তু প্রথমে রোরি বার্নস ও পরে পোপ এবং বাটলারের প্রতিরোধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশরা। ওপেনার বার্নস করেছেন ৫৭ রান।

পঞ্চম উইকেটের জুটিতে ইতিমধ্যেই ১৩৬ রান যোগ করেছেন পোপ ও বাটলার। পোপ ১১টি চারের সাহায্যে ১৪২ বলে নিজের ইনিংস সাজিয়েছেন। বাটলারের ১২০ বলের ইনিংসে ৫টি চার ও ২টি ছক্কা।

ক্যারিবীয়দের পক্ষে ২ উইকেট নিয়ে প্রথম দিনের সফল বোলার কেমার রোচ। রোস্টন চেজ নিয়েছেন ১ উইকেট।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর