আবদুল রাজ্জাক ও মোহাম্মদ ইউসুফকে লাহোরে অবস্থিত হাই পারফরম্যান্স সেন্টার (এইচপিসি) এর কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দু'জন ছাড়াও সাবেক টেস্ট ক্রিকেটার বাসিত আলীকেও এইচপিসি’র কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পিসিবি।
শুক্রবার পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবরে এমনটাই জানানো হয়েছে। পরে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউসুফ নিজেই। সাবেক এই অধিনায়ক এখন থেকে সাবেক অলরাউন্ডার ও সতীর্থ রাজ্জাকের সঙ্গে পাকিস্তান হাই পারফরম্যান্স দলের সঙ্গে কাজ করবেন।
আন্তর্জাতিক ক্রিকেট অবসরের পর আবদুল রাজ্জাককে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে দেখা গেলেও অনেকটা দৃশ্যপটের আড়ালেই ছিলেন মোহাম্মদ ইউসুফ। এবার দুই সাবেক সতীর্থকে একসঙ্গে দেখা যাবে কোচের ভূমিকায়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন