১৫ আগস্ট, ২০২০ ১১:১২

১৫ বছরের মধ্যে প্রথমবার সেমিফাইনালে নেই মেসি-রোনালদো

অনলাইন ডেস্ক

১৫ বছরের মধ্যে প্রথমবার সেমিফাইনালে নেই মেসি-রোনালদো

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা হিসেবে খ্যাত আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

শেষ ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফুটবলের দুই মহাতারকা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে পারছেন না। পর্তুগালের লিসবনে কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে ৮-২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় বার্সা।

আর এর ফলেই এবারের শেষ চারের আগে সেরা দুই ফুটবলারের বিদায় নিশ্চিত হয়।

এর আগে আসরটির শেষ ষোলোতে লিঁও’র বিপক্ষে জুভেন্টাস হারলে পর্তুগিজ অধিনায়ক রোনালদো চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েন।

শেষবার চ্যাম্পিয়নস লিগের ২০০৪-০৫ মৌসুমে মেসি ও রোনালদো সেমিফাইনাল খেলতে পারেননি। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে লিভারপুল।

এছাড়া ২০০৬-০৭ মৌসুমের পর প্রথমবার কোনও স্প্যানিশ ক্লাব সেমিফাইনাল খেলতে পারছে না। সে বছরই রোনালদো শেষ চারে খেলেছিলেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর