আগামী বছর ভারতে হবে টি-২০ বিশ্বকাপ। যেখানে খেলার ব্যাপারে আশাবাদী ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক জো রুট। ২০১৯ সালের মে মাসের পর কোনও টি-২০ আন্তর্জাতি ম্যাচ খেলেননি তিনি। পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজেও দলে নেই তিনি। কিন্তু আগামী টি-২০ বিশ্বকাপে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন রুট।
মহামারীর জেরে দীর্ঘ সময় বন্ধ থাকার পর ক্রিকেট ফিরে এসেছিল ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ দিয়ে। রুটের নেতৃত্বে সেই সিরিজ এবং পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজও জিতেছে ইংল্যান্ড। ৯৭টি টেস্ট এবং ১৪৬টি একদিনের আন্তর্জাতিক খেললেও রুটের নামের পাশে লেখা রয়েছে মাত্র ৩২টি টি-২০ ম্যাচ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রুট বলেছেন, আগামী টি২০ বিশ্বকাপে খেলার ব্যাপারে আমি আশা ছাড়ছি না। আবার বাস্তবটাও জানি। আমি চাই ইংল্যান্ড ভাল খেলুক, বিশ্বকাপ জিতুক। যদি আমি সেরা এগারো বা দলে নাও থাকি, কোনও অসুবিধা নেই। যারা দলে থাকবে, আমার সমর্থন থাকবে প্রত্যেকের সঙ্গে। জানি টি-২০ দলে সুযোগ পাওয়া কতটা কঠিন। হতেই পারে যে আমার থেকে আরও ভাল অপশন আছে। আন্তর্জাতিক খেলাধুলায় এমনটা হতেই পারে। এই ব্যাপারে আমি সম্পূর্ণ সচেতন। কিন্তু দলে ঢোকার জন্য আপ্রাণ চেষ্টা করব। যেটুকু সুযোগ থাকবে তা কাজে লাগাতে মরিয়া হব। লক্ষ্য থাকবে যত বেশি সংখ্যক ম্যাচ খেলার। তবে পুরোটাই নির্ভর করছে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকের মাঝে কতটা সুযোগ পাব তার ওপর।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ