যত কাণ্ড পাকিস্তান ক্রিকেটে। দীর্ঘদিন পর মাঠে নেমেই আইসিসি কোভিড-১৯ প্রোটকল ভাঙলেন পাকিস্তানের বাঁ-হাতি পেসার মোহম্মদ আমির। গত শুক্রবার (২৮ আগস্ট) ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রথম ওভারে একাধিকবার বলে লালা ব্যবহার করেন আমির।
ক্যামেরায় পরিষ্কার দেখা গেছে, বলের পালিশ ধরে রাখতে একাধিকবার লালা ব্যবহার করছেন পাকিস্তানি এই পেসার। বাঁ-হাতি স্পিডস্টার যখন তার বোলিং চিহ্নের দিকে ফিরে গিয়েছিলেন তখনই বল লালা লাগান। কোভিড-১৯ মহামারীজনিত নিষেধাজ্ঞা সত্ত্বেও বলের একপাশ চকচকে রাখতে গিয়ে আইসিসি প্রোটিকল ভাঙেন আমির।
করোনা ভাইরাস মহামারী সংক্রমণ রুখতে চলতি বছর জুনে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে। ক্রিকেট কমিটির সুপারিশ মেনে আইসিসি এই নিয়ম চালু করে।
এক বিবৃতিতে আইসিসি জানিয়েছিল, বল পালিশ ধরে রাখতে খেলোয়াড়দের লালা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। কোনও খেলোয়াড় যদি বলে লালা প্রয়োগ করেন, তবে আম্পায়াররা খেলোয়াড়দের সামঞ্জস্যের প্রাথমিক সময়কালে কিছুটা স্বল্পতা নিয়ে পরিস্থিতি পরিচালনা করবেন। তবে পরবর্তী ঘটনাগুলির ফলে দলকে সতর্কতা করা হবে।
বিরৃতিতে আরও বলা হয়েছিল, একটি দলকে ইনিংসে দু’বার সতর্কতা জারি করা যেতে পারে। তবে বারবার লালা ব্যবহারের ফলে ব্যাটিংয়ের পক্ষে পাঁচ রানের জরিমানা হতে পারে। যখনই বলটিতে লালা প্রয়োগ করা হয় আম্পায়াররা পুনরায় খেলার আগেই বলটি পরিষ্কার করার নির্দেশ দেবে।
ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় ভিডিওতে দেখা গিয়েছে আমির একাধিকবার নিয়ম লঙ্ঘন করে বলে লালা ব্যবহার করেছেন। তবে ম্যার রেফারি এখনও পর্যন্ত আমিরের কোনও জরিমানা করেনি। তিন ম্যাচের সিরিজের প্রথম টি-২০ ম্যাচটি অবশ্য বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়৷
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ