২০ বছরেরও বেশি সময়ের গভীর সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন লিওনেল মেসি। বার্সেলোনা ছাড়তে চান এই আর্জেন্টাইন তারকা। বার্সাকে জানিয়ে দিয়েছেন, এই ক্লাবে আর থাকবেন না। দ্রুত চুক্তি বাতিল করে নতুন ঠিকানা খুঁজতে চান আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
তবে কয়েকদিন আগে শোনা গিয়েছিল যে, বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যানের নির্দেশে ক্লাবের প্রি-সিজন ট্রেনিংয়ে যোগ দিচ্ছেন মেসি। কিন্তু ইউরোপের গণমাধ্যমগুলো বলছে, ক্লাবটার মেডিকেল টেস্টেই দিচ্ছেন না আর্জেন্টাইন ফরোয়ার্ড। সে কারণে দলের সাথে আপাতত অনুশীলন শুরুরও কোনো সম্ভাবনা নেই মেসির।
এদিকে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি, ইতালিয়ান ক্লাব ইন্টারমিলান ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি লিওনেল মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে অন্যান্য ক্লাবের চেয়ে এগিয়ে আছে। তবে জোর গুঞ্জন, মেসির ইচ্ছা তিনি যাবেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যান সিটিতেই। আর মেসিকে পেলে গার্দিওলার সাথেও চুক্তি বাড়াতে চায় ম্যানসিটি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ