আইপিএল শুরু হওয়ার আগেই করোনা থাবা বসিয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ত্রয়োদশ সংস্করণ শুরু হওয়ার আগেই চেন্নাই সুপার কিংস শিবিরে মোট ১৩ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস পাওয়া গেছে। এর র ফলে চিন্তিত চেন্নাই সুপার কিংসের অজি পেসার জোশ হ্যাজেলউড।
সোমবার (৩১ আগস্ট) অজি ফাস্ট বোলার হ্যাজলউড জানান, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখে তিনি কিছুটা উদ্বিগ্ন ছিলেন। তবে তিনি জোর দিতে চান ইংল্যান্ড সফরে। হ্যাজলউড অস্ট্রেলিয়া দলের একজন অন্যতম সদস্য। যিনি ৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি টি-২০ এবং তিনটি ওয়ানডে ম্যাচে ৫০ ওভারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের মুখোমুখি হতে চলেছেন।
ইংল্যান্ড সফর শেষ করে আইপিএল খেলতে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে নিজের ফ্র্যাঞ্জাইজি দলের সঙ্গে যোগ দেবেন ২৯ বছর বয়েসি এই অজি পেসার। সোমবার সাউদাম্পটনে অস্ট্রেলিয়ার প্রশিক্ষণ শিবির থেকে হ্যাজলউড সাংবাদিকদের বলেন, ফ্র্যাঞ্চাইজিতে আমাদের একটি গ্রুপ হোয়াটসঅ্যাপ রয়েছে। যা সকল তথ্য দেওয়া হয়ে থাকে৷ এটি স্পষ্টতই কিছুটা উদ্বেগের বিষয়।
তিনি আরও জানান, তারা এখন স্পষ্টতই পৃথক অবস্থায় রয়েছে। আমার ধারণা তারা আগামী কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমার এই মুহূর্তে এই টুর্নামেন্টের দিকে মনোনিবেশ করা উচিত। আইপিএল দলের সঙ্গে যোগ দেওয়ার পর আমরা সে বিষয়ে আরও চিন্তা করব।
হ্যাজলউড অস্ট্রেলিয়ার হয়ে ৫১টি টেস্ট এবং ৪৮টি ওয়ান ডে খেলেছেন। তবে দেশের জার্সিতে মাত্র সাত টি-২০ আন্তর্জাতিক ম্যাচে অংশ নিয়েছেন এই ডানহাতি পেসার। সর্বশেষ ২০১৬ সালে ভারতের বিরুদ্ধে খেলেছেন মোহালিতে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ