স্বপ্নের শুরুর পর হারের হ্যাটট্রিক। ঠিক উল্টো ছবি মুম্বাই ইন্ডিয়ান্সের। হার দিয়ে আইপিএল শুরু হলেও জয়ের হ্যাটট্রিক মুম্বাইয়ের। মঙ্গলবার (৬ অক্টোবর) রাজস্থান রয়্যালসকে ৫৭ রানে হারিয়ে ফের লিগ তালিকায় শীর্ষস্থানে উঠে এল মুম্বাই ইন্ডিয়ান্স। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৪ রান তাড়া করতে গিয়ে ১৩৬ রান শেষ হয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে রাজস্থান। মাত্র ১২ রানে তিন উইকেটে তুলে নিয়ে রয়্যালস ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন মুম্বাই বোলাররা। চূড়ান্ত ব্যর্থ স্টিভ স্মিথ ও সঞ্জু স্যামসন। মাত্র ৬ রান করে জাসপ্রীত বুমরাহের শিকার রয়্যালস অধিনায়ক। তারপর খাতা খোলার আগে স্যামসনকে ডাগ-আউটে ফেরান বোল্ট।
এদিন আগে প্রথম ম্যাচে বর্থ হওয়া জশস্বী জাসওয়ালকে ফের সুযোগ দিয়েছিল রাজস্থান টিম ম্যানেজমেন্ট। কিন্তু এদিনও ব্যর্থ জাসওয়াল। জোস বাটলারের সঙ্গে ওপেন করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই কোনও রান না করেই ডাগ-আউটে ফেরেন তিনি। বোল্টের শিকার জাসওয়াল। মহিপাল লোমরুর ও বাটলার লড়াইয়ের চেষ্টা করেন। কিন্তু মাত্র ১১ রানে চাহারের বলে অনুকূল রায় দুর্দান্ত ক্যাচ নিয়ে লোমরুরকে ডাগ-আউটে ফেরান।
এরপর বাটলার একা লড়াই করার চেষ্টা করেন। ৪৪ বলে পাঁচটি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ৭০ রান করে প্যাটিনসনের বলে বাটলার ডাগ-আউটে ফেরার পর রাজস্থানের লড়াই থেমে যায়। তারপর রয়্যালেসর লেজ ছেঁটে দেন বুমরাহ। তার দুরন্ত বোলিংয়ের সামনে দেড়শোর আগেই গুটিয়ে যায় রাজস্থান রয়্যালসের ইনিংস। এদিন ভয়ংকর ছিলেন বুমরাহ। ৪ ওভারে মাত্র ২০ খরচ করে চারটি উইকেট নেন তিনি। এছাড়া প্যাটিনসন ও বোল্ট দু’টি করে উইকেট নেন।
এর আগে শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বাই ক্যাপ্টেন রোহিত। ডি’কক ও রোহিতের ব্যাটে দারুণ শুরু করে মুম্বাই ইন্ডিয়ান্স। ওপেনিং জুটিতে ৪৯ রান তোলার পর কার্তিক ত্যাগির বলে ডাগ-আউটে ফেরেন ডি’কক। ১৫ বলে ২৩ রান করেন তিনি। সূর্যকুমার যাদবের দুরন্ত লড়াইয়ে রাজস্থান রয়্যালসের সামনে ১৯৪ রানের টার্গেট দিয়েছিল মুম্বাই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ