২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে বৃহস্পতিবার মাঠে নামবে আর্জেন্টিনা ফুটবল দল। তবে তার আগে ধাক্কা খেল দুবারের বিশ্বকাপজয়ীরা। চোট পেয়ে লিওনেল স্কালোনির দল থেকে ছিটকে গেছেন গোলরক্ষক হুয়ান মুসো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো।
আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সিরি আর দল উদিনেজে খেলা মুসো সোমবার অনুশীলনের সময় ডান পায়ের হাঁটুতে চোট পান। আর প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম হটস্পারে খেলা লো সেলসো বাম ঊরুর মাংশপেশিতে চোট পান ক্লাবে থাকার সময়েই। সোমবার তাই দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না লো সেলসো।
আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানিয়েছে, মুসোর বদলে দলে ডাক পেয়েছেন লা লিগার দল কাদিজের গোলরক্ষক হেরেমিয়াস লেদেসমা এবং লো সেলসোর বদলী হিসেবে যোগ দিয়েছেন বায়ার লেভারকুজেনের মিডফিল্ডার এসেকিয়েল পালাসিওস।
বৃহস্পতিবার একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর মুখোমুখি হবে বলিভিয়ার।
বিডি প্রতিদিন/কালাম