চলতি আইপিএলে আমিরশাহিতে ফিনিশার ধোনিকে দেখতে পাওয়া যাচ্ছে না। আইপিএলে ৬ ম্যাচ হয়ে গেলও এখনও ফর্মে ফিরলেন না ধোনি। কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে ১০ রানে হারার পর সিএসকে অধিনায়ককে নিয়ে এবার মুখ খুললেন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা।
আইপিএলের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে সাত নম্বরে নেমে মাত্র দুটি বল খেললেও রানের খাতা খোলেননি মহেন্দ্র সিং ধোনি।
দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও সাত নম্বরে নামেন ধোনি। ১৭ বলে ২৯ রান করলেও দলকে জেতাতে পারেননি মিস্টার ফিনিশার।
তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ব্যাটিং অর্ডারে নিজেকে একধাপ ওপরে ছয় নম্বরে তুলে আনলেও ১২ বলে ১৫ রান করেন ধোনি। ম্যাচ জেতাতে পারেননি ধোনি। চতুর্থ ম্যাচে পাঁচ নম্বরে নেমে ৩৬ বলে ৪৭ রানে অপরাজিত থাকলেও চেন্নাইকে জেতাতে পারেননি তিনি। পঞ্চম ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নামতে হয়নি ধোনিকে। ১০ উইকেটে ম্যাচে জেতে সিএসকে। ছয় নম্বর ম্যাচে কেকেআরের বিরুদ্ধে চার নম্বরে নেমে ১২ বলে ১১ রান করলেও দলকে জেতাতে ব্যর্থ।
কেকেআর ম্যাচ শেষে লারা বলেন, "ধোনিকে বড্ড অগোছালো লাগছে। সে নিজেই এই জায়গাটা তৈরি করেছে। আমার মনে হয় অন্য ক্রিকেটারের দিকে এবার তাকানো দরকার। কারন কোন কিছুই আর ধোনির পক্ষে যাচ্ছে না।"
বিডি প্রতিদিন/ ওয়াসিফ