নেইমারের দুর্দান্ত হ্যাটট্রিকে ভর করে বিশ্বকাপ বাছাইপর্বে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ব্রাজিল। দলকে জেতানোর পাশাপাশি নেইমারও নাম লিখিয়েছেন নতুন এক রেকর্ডে। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতার তালিকায় পেছনে ফেলেছেন ফুটবল গ্রেট রোনালদোকে।
৬৪তম আন্তর্জাতিক গোল করে নেইমার পেছনে ফেলেছেন ৬২ গোলের মালিক রোনালদোকে। ব্রাজিলের শীর্ষ গোলদাতার তালিকায় ২৮ বছর বয়সী স্ট্রাইকারের সামনে কেবল পেলে (৭৭)।
১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপ জয়ী রোনালদো সোশ্যাল মিডিয়ায় নেইমারের এই অর্জনের প্রশংসা করেছেন। ৪৪ বছর বয়সী সাবেক স্ট্রাইকার বুধবার ইনস্টাগ্রামে পোস্ট দেন, ‘আমার সব শ্রদ্ধা তোমার জন্য, নেইমার। সে অনেক ভালো খেলে, গোল করতে সহায়তা করে। দারুণ ড্রিবলও করে এবং দুর্দান্ত সব গোল করে। আকাশটা অনেক বড়, যতদূর পারো উড়তে থাকো।’
নেইমারের আরও সাফল্য চেয়ে রোনালদো লিখেছেন, ‘কী সুন্দর একটা গল্প তুমি লিখছো। একজন পূর্ণাঙ্গ খেলোয়াড় তুমি এবং দিনকে দিন আরও পরিণত হচ্ছো। অসাধারণ! বল নিয়ে মাঠে খেলার চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং ব্যাপার হলো মাঠের বাইরের চাপ সামলানো।’
নেইমারকে আরও উৎসাহ দিলেন তিনি, ‘এখন বলো: আমরা কোথায় থেকে এসেছিলাম, কোথায় আছি... আমাদের কে বলবে কোনটা অসম্ভব? নিজের অদম্য শক্তির ওপর আস্থা রাখ কারণ প্রতিভা তোমার এবং সেটা কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। তোমাকে আরও অনেক রেকর্ড ভাঙতে হবে এবং একটা ছাপ রাখতে হবে। একজন ব্রাজিলিয়ানকে শীর্ষে দেখে আমি গর্বিত।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ