আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ গতির বলের রেকর্ড করেছেন দক্ষিণ আফ্রিকান দিল্লি ক্যাপিটালসের পেসার আনরিখ নর্টিয়ে। ২০১২ সালে ডেল স্টেইনের বলের গতি ছিল ঘণ্টায় ১৫৪.৪০ কিলোমিটার। গত আট বছর ধরে ওটাই ছিল সর্বোচ্চ গতির বল। বুধবার রাতে রাজস্থানের ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে নিয়ে স্বদেশী পেসারকে সরিয়ে দেন নর্টিয়ে। ২৬ বছর বয়সী এই পেসার পঞ্চম বলে ১৫৬.২২ কিলোমিটার গতিতে বল করে রেকর্ড গড়েন। যদিও তার ওই বলে স্কুপ করে বাউন্ডারি মেরেছিলেন জস বাটলার।
কিন্তু পরের গতিময় বোলিংয়ে বাটলারের স্টাম্প ভেঙে যায়। নর্টিয়ের ওই বলের গতি ছিল ১৫৫.২ কিলোমিটার, যা আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ। পরে আরও একবার ১৫৪.৭ কিলোমিটার গতির বল করেছিলেন প্রোটিয়া পেসার। তাতে আইপিএলে তিনটি সর্বোচ্চ গতিময় বলের মালিক হলেন নর্টিয়ে। চারে নেমে গেলেন স্টেইন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ