ফেডারেশন কাপ দিয়ে শুরু হচ্ছে ২০২০-২১ পেশাদার ফুটবল লীগ মৌসুম। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৯শে ডিসেম্বর। আর আগামী ১লা নভেম্বর হতে ১৫ই ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের দলবদল।
২০২০-২১ প্রিমিয়ার লীগে সর্বোচ্চ ৪ জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে ক্লাবগুলো। এদের মধ্যে ন্যূনতম একজন এশীয় খেলোয়াড় থাকতে হবে। কোনো ক্লাব কোনো খেলোয়াড় ছাড়তে চাইলে আগামী ৩০শে অক্টোবরের মধ্যে ওই খেলোয়াড়কে জানাতে হবে।
তাছাড়া গত মৌসুমের খেলোয়াড়দের চুক্তির ন্যূনতম ৩৫ শতাংশ অর্থ চলতি মৌসুমে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃক সাইনিং মানি হিসেবে প্রদান করা হবে।
প্রিমিয়ার লীগের ভেন্যু নির্ধারণের জন্য ঢাকা ও এর আশপাশে মোট ৬টি স্টেডিয়াম (বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, শহীদ বরকত স্টেডিয়াম-গাজীপুর, মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম- নরসিংদী, বিকেএসপি ও কুমিল্লা জেলা স্টেডিয়াম) পর্যবেক্ষণ করছে পেশাদার লীগ কমিটি। এগুলোর মধ্য থেকেই ৩-৪ টি ভেন্যু চূড়ান্ত করা হবে ২০২০-২১ মৌসুমের জন্য।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন