করোনাভাইরাসে বিঘ্নিত এবারের এশিয়ান চ্যাম্পিয়নস লিগ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে ২০২২ ফুটবল বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতারে। ১৯ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
শুক্রবার এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
করোনার কারণে কয়েক মাসের লম্বা বিরতির পর গালফ দেশটি পুনরায় সফলভাবে শুরু করেছে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের খেলা।
এএফসি’র বিবৃতিতে বলা হয়েছে, ১৯ ডিসেম্বর দোহায় অনুষ্ঠিত হবে ফাইনাল। খেলোয়াড় ও স্টাফদের করোনার সংক্রমণ থেকে দূরে রাখতে সেখানে এরই মধ্যে বায়ো-সিকিউর ‘বাবল’ নির্মাণ করা হয়েছে।
এএফসি’র সাধারণ সম্পাদক উইন্ডসর জন জানিয়েছেন, এশিয়ার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের এই টুর্নামেন্টে ফাইনাল ভেন্যু বাছাই করাটা ছিল কঠিন।
এশিয়ান চ্যাম্পিয়নস লিগ আসর সাধারণত দুই লেগের ম্যাচের হলেও করোনার কারণে এবার হচ্ছে এক লেগ করেই। করোনার কারণে মার্চ থেকে স্থগিত ছিল টুর্নামেন্টটির খেলা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন