মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগেই অধিনায়ক বদল হয়ে গেল কলকাতা নাইট রাইডার্সের। দীনেশ কার্তিকের বদলে অধিনায়ক করা হল ইংল্যান্ডের তারকা ইওন মর্গ্যানকে।
নাইট শিবিরের তরফ থেকে আবার দাবি করা হয়েছে, কার্তিক নিজেই মর্গ্যানের হাতে অধিনায়কের ব্যাটন তুলে দিয়েছেন। তবে আইপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির ছাঁটাইয়ের যা অতীত ইতিহাস, তাতে এটা স্পষ্ট যে দীনেশকে বাধ্যই করা হয়েছে অধিনায়কত্ব ছেড়ে দিতে।
টুর্নামেন্টের মাঝপথে অধিনায়ক বদলের উদাহরণ আইপিএলে আরও আছে। ২০১৮ সালে দিল্লির অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হয়েছিল গৌতম গম্ভীরকে। সেই গম্ভীর, যিনি দু’বার কলকাতাকে চ্যাম্পিয়ন করেছিলেন। তার জায়গায় দিল্লির অধিনায়ক করা হয়েছিল শ্রেয়াশ আইয়ারকে। গম্ভীরকে তারপর দলেই রাখা হয়নি।
আবার ২০১৭ সালে আইপিএল শুরু হওয়ার মাত্র একমাস আগে মহেন্দ্র সিং ধোনিকে সরিয়ে রাইজিং পুণে সুপারজায়ান্টসের অধিনায়ক করা হয়েছিল অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে। ব্যাটিংয়ে আরও মন দিতে চান। দলের সাফল্যে আবদান রাখতে চান। এই জন্যই নাকি অধিনায়কত্ব থেকে সরে গেছেন কার্তিক। এমনটাই বলা হয়েছে কেকেআরের পক্ষ থেকে।
এদিকে, অধিনায়কত্বের সাফল্যেও মর্গান কিন্তু কার্তিকের চেয়ে কয়েক যোজন এগিয়ে। গতবছর তিনি ইংল্যান্ডকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন। টি-২০ ক্রিকেটেও তিনি ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। বিশ্বকাপ ফাইনালেও তুলেছিলেন। যদিও ইডেনে সে ম্যাচে ওযেস্ট ইন্ডিজের কাছে হেরে গিয়েছিল মর্গ্যানের দল। এখন কেকেআরের দায়িত্ব নিয়ে মর্গ্যান কতটা সফল হন। মুম্বাই ম্যাচই অধিনায়ক মর্গ্যানের অগ্নিপরীক্ষা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ