আইপিএলে বৃহস্পতিবার রাতে মানীষ পান্ডে ও বিজয় শঙ্করের ব্যাটে ভর করে বড় জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ৮ উইকেটে তারা হারিয়েছে রাজস্থান রয়্যালসকে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান তোলে। জবাবে ১৮.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় হায়দরাবাদ।
১৫৪ রান তাড়া করতে নেমে ৪ রানেই প্রথম উইকেট হারায় হায়দরাবাদ। ৪ রান করে ফিরে যান ডেভিড ওয়ার্নার। ১৬ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় অরেঞ্জ আর্মিরা। জনি বেয়ারস্টো ১০ রান করে ফেরেন। দুটি উইকেটই নেন জোফরা আর্চার। সেখান থেকে দলের হাল ধরেন মানীষ পান্ডে ও বিজয় শঙ্কর। তারা ১৪০ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পান্ডে ৪৭ বলে ৪টি চার ও ৮ ছক্কায় অপরাজিত ৮৩ রান করেন। শঙ্কর ৫১ বলে ৬ চারে করেন ৫২ রান।
বল হাতে হায়দরাবাদের জেসন হোল্ডার ৩টি উইকেট নেন। ম্যাচসেরা নির্বাচিত হন মানীষ পান্ডে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ