ভারত-অস্ট্রেলিয়া মানেই বাড়তি উত্তেজনা। মাঠের বাইরেও চলে পাল্টাপাল্টি হুঙ্কার। এসব নিয়েই আবারও মুখোমুখি দুই দল। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ১৭ ডিসেম্বরে টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলবে ভারত-অস্ট্রেলিয়া।
এদিকে সিরিজ শুরুর আগেই অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস সংক্রমণ ঘিরে নতুন করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। অ্যাডিলেডে নতুন করে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়া গেছে। যে কারণে ইতিমধ্যেই অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক টিম পেইনসহ গোটা দলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
অ্যাডিলেড ওভালে গোলাপি বলে দিন-রাতের টেস্ট ম্যাচ রয়েছে সূচিতে। কিন্তু তার মাঝেই অ্যাডিলেডে নতুন করে করোনা সংক্রমণ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও সংক্রমনের খবর পাওয়ার পর ক্রিকেটারদের মধ্যে সচেতনতা দেখা দিয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য এই নিয়ে এখনও কোনও উদ্বেগ প্রকাশ করেনি। সবরকম প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সূচি মেনেই অ্যাডিলেড ওভালে ভারতের বিরুদ্ধে গোলাপি বলে টেস্ট হবে, ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার। অর্থাৎ, আপাতত সূচিতে কোনও রকম পরিবর্তন এখনই হচ্ছে না।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ