হারের লজ্জা পেয়েছেন বিশ্বের সেরা তারকা নোভাক জোকোভিচ। রাশিয়ার ড্যানিল মেদভেদেভ এই সার্বিয়ানকে সরাসরি সেটে হারিয়েছে পৌঁছেছেন সেমিফাইনালে।
ম্যাচের শুরু থেকেই বিবর্ণ ছিলেন জোকোভিচ। প্রথম সেটে তাই সহজেই ৬-৩ গেমের জয় পান মেদভেদেভ। পুরো ম্যাচে ২৪টি আনফোর্স এরর আর ৫টি ডাবল ফল্ট করেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা জোকো। ফল হিসেবে দ্বিতীয় সেটেও ৬-৩ গেমে হারেন তিনি।
এই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন রাশান মেদভেদেভ। তবে শুক্রবার আলেকজান্ডার জেরেভকে হারাতে পারলে সেমিফাইনালে পৌঁছাবেন জোকোভিচও।
বিডি প্রতিদিন/আরাফাত