২৬ নভেম্বর, ২০২০ ১৩:১৫

ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া, যা বললেন এমবাপ্পে

অনলাইন ডেস্ক

ম্যারাডোনার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া, যা বললেন এমবাপ্পে

আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ম্যারাডোনা বুধবার মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের শোক শুরু হয়েছে। 

চলতি বছরেই ৬০তম জন্মদিন পালন করেছিলেন ম্যারাডোনা। এরপর পরই মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় জটিল অস্ত্রোপচার করতে হয় তার। প্রচণ্ড দুশ্চিন্তার পর সফল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি। এরপর হঠাৎ তার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যার মতো করে শোকবার্তা দিচ্ছেন। ম্যারাডোনার বিয়োগে শোকাহত ফরাসি তরুণ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। টুইটবার্তায় সেই শোক প্রকাশ করেছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলার।

ম্যারাডোনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের ইতিহাসে চিরকাল তুমি থেকে যাবে। পুরো বিশ্বকে তুমি যেভাবে আনন্দ দিয়েছ তার জন্য ধন্যবাদ।’

ফুটবল কিংবদিন্ত দিয়াগো ম্যারাডোনা বুধবার নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর