৪ ডিসেম্বর, ২০২০ ১০:১১

কেন বাদ পড়লেন, সেই কারণ অজানা শোয়েব মালিকের

অনলাইন ডেস্ক

কেন বাদ পড়লেন, সেই কারণ অজানা শোয়েব মালিকের

পাকিস্তান টি-টোয়েন্টি দলের অপরিহার্য অংশ ছিলেন দেশটির অলরাউন্ডার শোয়েব মালিক। গত আগাস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের ইংল্যান্ড সফরে খেলেছেন মালিক। ওই সফরের আগে নিজের সবশেষ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো অপরাজিত ফিফটি।

সেই শোয়েব মালিক এখন তিনি দলের বাইরে। কিন্তু গত মাসে পাকিস্তানের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দলে রাখা হয়নি তাকে। পরে জায়গা দেওয়া হয়নি নিউজিল্যান্ড সফরের দলেও। কেন বাদ পড়লেন, সেই কারণ তার অজানা।

শোয়েব মালিক এখন ব্যস্ত লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে। সেখান থেকেই এক সাক্ষাৎকারে কথা বললেন বাদ পড়ার প্রসঙ্গে। তিনি বলেন, আমি কেন জাতীয় দলে নেই, এটা কেবল প্রধান নির্বাচকই বলতে পারবেন। আমার কোনো ধারণাই নেই। তাদের পক্ষ থেকে আমার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে অবশ্যই আমি নেতিবাচক দিকে যেতে চাই না, ইতিবাচক থাকতে চাই।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর