চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার আগে নতুন করে ধাক্কা খেলো বার্সেলোনা। আরেকটি হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন উসমান দেম্বেলে।
শনিবার কাদিজের কাছে ২-১ গোলে লা লিগার ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেছিলেন ফরাসি উইঙ্গার। কোনও ধরনের সমস্যা ছাড়া ম্যাচ শেষ করেছেন। কিন্তু বার্সা হঠাৎ করে জানালো তার চোট পাওয়ার খবর।
ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট এক বিবৃতি দেয়, ‘রবিবার সকালের পরীক্ষায় উসমান দেম্বেলের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে। তাকে আপাতত দলে বিবেচনা করা হবে না এবং তার চোটের অবস্থা পর্যবেক্ষণ করা হবে।’
এই চোট থেকে সেরে উঠতে কতদিন লাগতে পারে কিংবা তা কতটা গুরুতর জানানো হয়নি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, এক থেকে দুই সপ্তাহর জন্য মাঠের বাইরে যেতে হতে পারে দেম্বেলেকে। তাতে করে মঙ্গলবার জুভেন্টাস তো বটেই, লা লিগায় লেভান্তে ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলা হবে না তার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ