রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে বুধবার কঠিন পরীক্ষার সামনে জিনেদিন জিদান। ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীদের নক-আউটের দৌড়ে থাকতে জার্মানির বরুসিয়া মনশেনগ্ল্যাডবাখের বিরুদ্ধে জিততেই হবে রিয়াল মাদ্রিদকে। আর যদি তা না পারেন, তা হলে প্রবল চাপের মধ্যে থাকা জিদানের চাকরি থাকে কি না, তা নিয়েই চলছে চর্চা।
গ্রুপ ‘বি’তে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে মনশেনগ্ল্যাডবাখ। দু’নম্বরে শাখতার দোনেস্ক, যাদের পয়েন্ট ৭। বুধবার তারাও খেলবে টেবলের চার নম্বরে থাকা ইন্টার মিলানের (৫ ম্যাচে ৫ পয়েন্ট) বিরুদ্ধে। তিন নম্বরে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫ ম্যাচে ৭। সোজাসাপ্টা অঙ্ক এটাই যে, জিদানের দলকে জিততে হবে। যদি রিয়ালের ম্যাচ ড্র হয় এবং শাখতার জেতে বা ম্যাচ ড্র করে ইন্টারের বিরুদ্ধে, এ বারের মতো গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবেন সার্জিও রামোসরা।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জিদান জানিয়ে বলে দেন, “তিন পয়েন্ট চাই-ই। ফুটবলারদের বলেছি, শুধু এই ভাবনাটা মাথায় রেখে মাঠে নেমে নিজেদের দক্ষতার প্রমাণ দাও।”
যোগ করেছেন, “হতে পারে কাজটা খুব কঠিন, তবে এটাও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার একটা বড় সুযোগ। আমি বিশ্বাস করি, রিয়াল মাদ্রিদ পরের রাউন্ডে যাবেই।” নিজের চাকরি নিয়ে ভাবছেন না জিদান। তিনি বলেছেন, ‘‘ক্লাব যা করার করবে। আমি শুধু এই ম্যাচটার কথা ভাবছি। জেতা ছাড়া আর কিছু এখন মাথায় নেই। জানি তখন আর একটা ম্যাচও চলবে (ইন্টার বনাম শাখতার)। তবে আমি শুধু নিজেদের ম্যাচটার কথাই ভাবতে চাই।’’
মনশেনগ্ল্যাডবাখ ম্যানেজার মাখো রোসে পাল্টা হুঙ্কার দিয়ে রেখেছেন, রিয়ালের যন্ত্রণা বাড়িয়ে দিতে তাঁর দল তৈরি। বলেছেন, “রিয়ালকে তাদের মাঠেই প্রবল চাপে রাখা আমাদের প্রধান লক্ষ্য। ওদের জয় সহজ হবে বলে মনে হয় না।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ