টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ বাংলাদেশি হিসেবে এই কীর্তি ছুঁলেন তিনি।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নেমে এই মাইলফলক স্পর্শ করেন খুলনার অধিনায়ক।
মঙ্গলবার চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামার আগে মাইলফলকটি স্পর্শ করতে মাহমুদউল্লাহর দরকার ছিল ২ রান। সাকিব আল হাসান আউট হওয়ার পর দলের স্কোর যখন ৪ উইকেটে ৬৬, তখন মাঠে নামেন মাহমুদউল্লাহ। এরপর ইনিংসের ১১তম ওভারে মোসাদ্দেকের বলে সিঙ্গেল নিয়ে চার হাজারি ক্লাবে প্রবেশ করেন তিনি।
এর আগে এই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মঞ্চেই তামিম ইকবাল ছয় হাজার ও সাকিব আল হাসান পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ