সদ্য প্রকাশিত ফিফা যে বর্ষসেরার তালিকা তৈরি করেছে, সেই তালিকায় লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম রয়েছে। এমনকি রয়েছে লেভানদস্কির নামও। স্থান পেয়েছেন মুহম্মদ সালাহ ও সাদিও মানেরাও। কিন্তু নেই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের নাম।
আর এতেই হয়েছে বিপত্তি। ফিফার তালিকায় তার নাম নেই দেখে বেজায় চটেছেন নেইমার। তিনি উপহাস ও বিদ্রুপ করে ইনস্টাগ্রামে নিজের কথা পোস্ট করেছেন। প্রথম টুইটে নেইমার লিখেছেন, 'টেনিসে কিছু করতে পারলাম না, তাই বাস্কেটবল খেলতে যাচ্ছি।'
ছয় মিনিট পর আরেকটা পোস্ট দেন নেইমার। সেখানে লেখেন, 'আমি এর মধ্যেই বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছি, আমি এখন গেমার।' অনেকেই মনে করছেন, এই পোস্ট করে ফিফাকে তিনি বিদ্রুপ করেছেন, কারণ ফুটবলের সেরার তালিকা হবে অথচ তার নাম সেখানে থাকবে না, তা হতে পারে না। তাই তিনি বোঝাতে চেয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক