সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে আজ মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পায় টাইগাররা।
ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
করোনাভাইরাসে বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ছন্দে ফেরা হয়ে ওঠেনি মুশফিক, মাহমুদ উল্লাহ, সাকিবদের। তবে বল হাতে দুর্দান্ত কামব্যাক করেছে টাইগার বোলাররা।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন