একের পর এক আঘাতে যখন দল বিপর্যস্ত তখন ঝুকিপূর্ণ রান নিতে গিয়ে আউট হলেন কাইল মেয়ার্স।
অপ্রয়োজনীয় এক রান আউটে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের বিপদ আরও বাড়াল। অযথা ঝুঁকিপূর্ণ রান নিতে গিয়ে শূন্যতে ফিরে গেলেন কাইল মেয়ার্স।
মিরাজের বল মিড উইকেটে ঠেলে রান নিতে উদ্যত হন জেসন মোহাম্মেদ। ছুটে আসেন ফিল্ডার নাজমুল হোসেন শান্ত। তাতে মুহূর্তের জন্য একটু ধন্দে পড়েন দুই ব্যাটসম্যান। সর্বনাশ হয়ে যায় এতেই। শেষ পর্যন্ত রান নিতে গিয়ে ক্রিজে সময়মতো পৌঁছাতে পারেননি মেয়ার্স। শান্তর থ্রো গ্লাভরবন্দি করে অনায়াসে বেল উড়িয়ে দেন মুশফিক।
বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজের জন্য আরও বড় ধাক্কা। আগের ম্যাচে দলের সর্বোচ্চ স্কোরার মেয়ার্স এবার ফিরলেন ৯ বলে রান না করেই। রিপোর্ট লেখা পর্যন্ত ১৭.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ৪১।
বিডি প্রতিদিন/কালাম