ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটেনের মাঠে পিছিয়ে পড়েও বড় জয় পেয়েছে আর্সেনাল। মঙ্গলবার রাতে সাউদাম্পটেনকে ১-৩ গোলে হারিয়েছে মিকেল আর্টেটার দল।
খেলার শুরুতেই চমক দেয় সাউদাম্পটেন। ৩ মিনিটেই গোল খেয়ে বসে ফেভারিট আর্সেনাল। তবে আর্সেনালেরও কামব্যাকটা হয় দারুণ। ৫ মিনিট বাদেই জাকার রক্ষণ চেরাপাস নিঁখুত পরিণতিটা নেন নিকোলাস পেপে।
৩৯ মিনিটে বুকায়ো সাকার ম্যাজিকে ম্যাচে প্রথম লিড আর্সেনালের। ২-১ গোলের স্কোর লাইন নিয়ে বিরতিতে যায় মিকেল আর্তেতার দল।
বিরতি থেকে ফিরে এসে ৭২ মিনিটে ব্যবধান ৩-১ করেন আর্সেনাল স্টার লাকাজেতে।
এ নিয়ে ২০ ম্যাচে ৯ জয়ে টেবিলের আট নম্বরে উঠে এসেছে আর্সেনাল। ১৯ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার রাতে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনকে ইলকাই গিনদোয়ানের জোড়া গোলে ৫-০ ব্যবধানে জিতেছে সিটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন