তিনি ক্রিকেট ঈশ্বর। তার বহুমূল্যবান পরামর্শ শোনার জন্য মুখিয়ে থাকেন শিক্ষার্থী থেকে কোচরা। সেই শচীন টেন্ডুলকারই এবার অনলাইনে ক্রিকেট ক্লাস করাবেন। আনঅ্যাকাডেমির উদ্যোগে শচীনকে দেখা যাবে অনলাইন কোচিং করাতে। তাও আবার বিনামূল্যে।
জানা গেছে, কয়েকটি ধাপে এই ক্লাস নেবেন শচীন। আনঅ্যাকাডেমির সিইও গৌরব মুঞ্জল বলেছেন, ‘শচীন আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মাস্টার ব্লাস্টারের সঙ্গে চুক্তি হয়েছে আমাদের।’
শচীন বলেছেন, ‘আরও অনেক মানুষের কাছে পৌঁছনোর সুযোগ পেয়ে ভাল লাগছে। কোটি কোটি মানুষের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে পারব, বিষয়টি ভেবে বেশ রোমাঞ্চিত লাগছে।’
কবে থেকে এই অনলাইন ক্লাস শুরু হবে তা এখনও জানানো হয়নি। অনলাইনে নাম রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হবে। তারপরই উদ্যোক্তারা শচীনের ক্লাসের সময় জানিয়ে দেবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত