বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসানকে মারতে যাওয়ায় বিসিবি পরিচালক ও সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজনকে ক্ষমা চাওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আগামী সাত দিনের মধ্যে ক্ষমা না চাইলে মামলা করা হবে বলে নোটিশে জানানো হয়েছে।
রবিবার রকিবুল হাসানের পক্ষে এই নোটিশ পাঠান আইনজীবী আবু তালেব।
নোটিশ পাঠানোর বিষয়ে এই আইনজীবী বলেন, 'গত ২০ ফেব্রুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজিত হয়। সেখানে অপ্রত্যাশিত একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে যান খালেদ মাহমুদ সুজন।'
বিডি প্রতিদিন/আরাফাত