ভারতের রায়পুরে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লিজেন্ডসের বিপক্ষে ৫ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজের সাবেকরা। ৭ বল বাকি রেখে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টে এটি বাংলাদেশের সাবেকদের টানা চতুর্থ হার।
গতকাল শুক্রবার (১২ মার্চ) রাতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ক্যারিবীয় বোলারদের ওপর শুরু থেকে চওড়া হোন বাংলাদেশের দুই ওপেনার নাজিমউদ্দীন ও মেহরাব হোসেন অপি। ওপেনিং জুটিতেই তারা স্কোরবোর্ডে ৬৪ রান জমা করেন। রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ২৪ বলে ৩ চার ২ ছয়ে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নাজিমউদ্দীন।
এরপর মেহরাব ও আফতাব আহমেদের নজরকাড়া ব্যাটিংয়ে দলীয় তিন অঙ্কের ঘরে পা রাখে বাংলাদেশ। ২১ বলে ৪ চার ও ১ ছয়ে ৩১ রান করে টিনো বেস্টের বলে আউট হোন আফতাব। এরপরের ওভারেই রায়ান অস্টিনের বলে সাজঘরে ফেরেন মেহরাব। তার ৪৫ বলে ৪৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চারে।
এরপর হঠাৎ ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। অস্টিন নিজের দ্বিতীয় শিকার বানান আব্দুর রাজ্জাককে (০)। উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটকে (৫) বোল্ড করেন সুলাইমেন বেন। তবে শেষদিকে হেসেছে মোহাম্মদ শরীফের ব্যাট। বেনের দ্বিতীয় শিকার হওয়ার আগে তিনি ১৩ বলে করেন ২৬ রান। যার মধ্যে ছক্কা হাঁকিয়েছেন ৩টি। বেনের তৃতীয় শিকার হন রফিক (০)। মুশফিকুর রহমান ৩ এবং রাজিন সালেহ ৫ রানে অপরাজিত ছিলেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ লিজেন্ডসরা করেন ১৬৯ রান।
১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের জয়ে বড় অবদান রাখেন কার্ক এডওয়ার্ডস। ২৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ৪৬ করেন তিনি। ১৪ বলে ২২ রান করেন উইলিয়াম পারকিন্স। এছাড়াও অধিনায়ক ব্রায়ান লারা অপরাজিত ছিলেন ৩ চারে ২৩ বলে ৩১ রান করে। আগামী সোমবার দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ লেজেন্ডস।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ লেজেন্ডস: ২০ ওভারে ১৬৯/৭ (নাজিমউদ্দিন ৩৩, মেহরাব ৪৪, আফতাব ৩১, শরিফ ২৬, রাজ্জাক ০, মাসুদ ৫, মুশফিকুর ৩*, রফিক ০, রাজিন ৫*; বেস্ট ৪-০-৩৩-১, স্যানফোর্ড ৩-১-২৭-০, বেন ৪-০-১৭-৩, অস্টিন ৪-০-৪৩-২, রামনারাইন ৩-০-২৬-০, স্মিথ ২-০-১৬-০)।
ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস: ১৮.৫ ওভারে ১৭৩/৫ (পারকিন্স ২২, জ্যাকবস ৩৪, স্মিথ ১০, এডওয়ার্ডস ৪৬, লারা ৩১*, বেস্ট ৫, নাগামুতু ১৬*; মুশফিকুর ২-০-২০-১, শরিফ ২-০-২২-০, রাজিন ৪-০-২৭-০, রাজ্জাক ৩.৫-০-৩৪-২, রফিক ৪-০-৩৮-১, মাহমুদ ৩-০-৩০-০)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ডস ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: সুলেমান বেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত