স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে সার্জিও রামোস থাকছেন কি না তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। রিয়াল কোচ জিনেদিন জিদান জানিয়েছেন, অধিনায়ক সার্জিও রামোস সান্তিয়াগো বার্নাব্যুতে থাকবেন কিনা তা অনিশ্চিত। চলতি মৌসুম শেষে লস ব্লাঙ্কোসদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ৩৪ বছর বয়সী স্প্যানিশ সেন্টার-ব্যাকের।
রামোসের ব্যাপারে জিদান বলেন, ‘আমি সৎভাবে বললে, আমি জানি না তার সঙ্গে কি ঘটতে যাচ্ছে। আমরা তাকে এখানে রাখতে চাই। সে সবসময় গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং আমি চাই, সে এখানে থাকুক। একজন কোচ হিসেবে আমি এতটুকুই বলতে পারি।’
২০০৫ সালে সেভিয়া ছেড়ে বার্নাব্যুতে আসার পর রিয়ালের জার্সিতে রামোস চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ক্লাব বিশ্বকাপ এবং পাঁচটি লা লিগা জিতেছেন। অলহোয়াইটদের হয়ে ৬৬৮ ম্যাচে ১০০ গোল করেছেন তিনি। এই স্প্যানিয়ার্ডও জানিয়েছেন, রিয়ালে থাকতে চান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ