বরগুনা স্টেডিয়ামে আজ থেকে শুরু হয়েছে ১০দিন ব্যাপী অনূর্ধ্ব ১৮ ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প। জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া সংস্থা এই প্রশিক্ষণের আয়োজন করে।
এদিন বিকেল ৪টায় জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশ্রাফুল ইসলাম। ক্রীড়া সংস্থার সহ-সভাপতি লুৎফুর রহমান খান, নির্বাহী সদস্য মহিউদ্দিন মকবুল, মজিবর রহমান, মনিরুজ্জামান জামালসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ ক্যাম্পে প্রধান প্রশিক্ষক হিসেবে রয়েছেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের প্রশিক্ষক সাফি কামাল। সহকারী প্রশিক্ষক নাজমূল হূদা। এই ক্যাম্পে ২০ জন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ অংশ নিচ্ছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর