ব্যাট হাতে রান খড়া যেন কাটছেই না ভারত অধিনায়ক বিরাট কোহলির। টেস্ট সিরিজে ব্যাট হাতে কার্যত নিষ্প্রভ থেকেছেন। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটাও জঘন্যভাবেই করলেন ভারত অধিনায়ক। সিরিজের প্রথম ম্যাচে রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। আর সেইসঙ্গে ভারতের অধিনায়ক হিসেবে 'শূন্য' রানে আউট হওয়ার হিসাবে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে টপকে যান কোহলি।
এতদিন ভারতের অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ১৩ বার শূন্য রানে আউট হওয়ার নজির ছিল সৌরভ গাঙ্গুলির ঝুলিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুইবার শূন্য রানে আউট হয়ে সাবেকের সেই নজির ছুঁয়ে ফেলেছিলেন বর্তমান। আর গত শুক্রবার (১২ মার্চ) প্রথম টি- ২০ ম্যাচে শূন্য রানে আদিল রশিদের শিকার হতেই সৌরভকে টপকে গেলেন কোহলি।
শুক্রবারের ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেটে ভারত অধিনায়ক হিসেবে ১৪ বার ডাক হয়ে শীর্ষে উঠে এলেন কোহলি। ১৩ বার ডাক হয়ে তালিকার দ্বিতীয়স্থানে সৌরভ গাঙ্গুলি। আর তালিকার তৃতীয়স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি (১১)। আর অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে যথাক্রমে ১০টি এবং ৮টি ডাক রয়েছে কপিল দেব এবং মোহম্মদ আজহারঊদ্দিনের নামে।
এদিকে। গত শুক্রবার (১২ মার্চ) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইনিংসের তৃতীয় ওভারে বিপক্ষ স্পিনার আদিল রশিদের স্পিনে আউট হয়ে যান ভারত অধিনায়ক। এই নিয়ে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ১০ বার রিস্ট-স্পিনারের বলে আউট হলেন কোহলি। তবে কোহলি একা নন, আহমেদাবাদে প্রথম টি-২০ ম্যাচে এদিন ব্যর্থ ভারতের সমগ্র ব্যাটিং লাইন-আপ। একা লড়াই করেন শ্রেয়াস আইয়ার।
শ্রেয়াসের ৪৮ বলে ৬৭ রানে দৌলতেই নির্ধারিত ২০ ওভারে ১২৪ রান তোলে টিম ইন্ডিয়া। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়া সঙ্গে ৫৪ রানের পার্টনারশিপ গড়েন তিনি। ইংল্যান্ডের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন জোফ্রা আর্চার। কিন্তু ইংল্যান্ডের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের কাছে ১২৪ রান কোনও বাধা হয়ে দাঁড়ায়নি। শুরু থেকেই ভারতীয় বোলারদের আক্রমণের পথ বেছে নিয়ে ২ উইকেট হারিয়ে ১৫.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ইংল্যান্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত