প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর মৃত অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলের খেলোয়াড় শাহরিয়ার কবির শুভর দাফন সম্পন্ন হয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর মঙ্গলবার ভোরে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে সে মারা যায়।
বাদ আসর রংপুরে জুম্মাপাড়া করিমীয়া নুরুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে জানাজার পর স্থানীয় মুন্সিপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেকেন্দার আলী।
কাউন্সিলর জানান, গত ১৪ ফেব্রুয়ারি ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয় শুভ। মোটরসাইকেলে থাকা অপর আরোহী সোহানও আহত হয়।
প্রথমে শাহরিয়ারকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
শুভর বাড়ি রংপুর নগরীর জুম্মাপাড়া এলাকায়। তার বাবা আসলাম আলী ও মা সাজেদা বেগম। তিন ভাই-বোনের মধ্যে শাহরিয়ার কবির ছিল সবার ছোট। সে ঢাকার বিকেএসপিতে পড়াশুনা করতো। খেলেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৫ ক্রিকেট দলে। এছাড়াও রংপুর জেলা ও বিভাগীয় ক্রিকেট দলে খেলেছে।
বিডি প্রতিদিন/এমআই