প্রথম টি-২০ ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফিরিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু তৃতীয় ম্যাচে ফের হার। জস বাটলারের দুর্দান্ত ব্যাটিং মোতেরায় ইংল্যান্ডকে সহজ জয় এনে দিল।
মঙ্গলবার (১৬ মার্চ) ১৫৭ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচটি জিতে নেন ইংলিশরা। কাজে এল না ভারত অধিনায়ক বিরাটের অপরাজিত ৭৭ রানের দুরন্ত ইনিংসও।
এদিন টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়কইয়ন মর্গ্যান। গত ম্যাচের মতো এদিনও শূন্য রানেই ফিরে যান কে এল রাহুল। এর ফলে রাহুল গড়ে ফেললেন লজ্জার রেকর্ডও। আশিস নেহরা, আম্বাতি রায়ডুর পর তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে একটি টি-২০ সিরিজে সবচেয়ে দু’বার শূন্য রানে আউট হলেন। পাশাপাশি ভারতীয় ওপেনারদের মধ্যে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে সবচেয়ে বেশি চারবার শূন্য রানে আউট হলেন। একই রেকর্ড রয়েছে রোহিত শর্মারও।
এ ম্যাচে সূর্যকুমার যাদবের জায়গায় সিরিজে প্রথমবার দলে সুযোগ পেলেন রোহিত শর্মা। ব্যাট হাতে শুরুটাও ভালই করেছিলেন। কিন্তু ১৫ রান করেই আর্চারের বলে আউট হয়ে যান। এরপর গত ম্যাচে জয়ের অন্যতম নায়ত ঈশান কিষানও ফিরে যান চার রান করে। ব্যর্থ হন শ্রেয়াস আইয়ারও (৯)। তবে প্রথমে ঋষভ (২৫) এবং শেষদিকে হার্দিককে (১৭) সঙ্গে নিয়ে দলের রান দেড়শো পার করতে সাহায্য করেন অধিনায়ক বিরাট কোহলি।
গত ম্যাচে অপরাজিত ৭৩ রানের পর এদিন বিরাটের ব্যাট থেকে এল আরও একটি দুরন্ত ইনিংস। ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত রইলেন তিনি। মারলেন ৮টি চার এবং ৪টি ছয়। মূলত তার ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে ভারতের রান দাঁড়ায় ৬ উইকেটে ১৫৬ রান।
১৫৭ রান তাড়া করতে নেমে শুরুতেই জেসন রয়ের (৯) উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু জস বাটলার ছিলেন মারমুখী মেজাজে। কার্যত একাই ভারতীয় বোলারদের উপর ছড়ি ঘোরাতে থাকেন। প্রথমে ডেভিড মালান (১৮) পরে বেয়ারস্টোকে (৪০*) সঙ্গে নিয়ে ১০ বল বাকি থাকতে ইংল্যান্ডকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দেন তিনি। শেষ পর্যন্ত ৫২ বলে ৮২ রান করে অপরাজিত থাকেন তিনি।
এর মধ্যে আবার ব্যক্তিগত ৭৬ রানের মাথায় জীবনদানও পান বাটলার। চাহালের বলে তার ক্যাচ মিস করেন খোদ অধিনায়ক কোহলি। এরপর সহজেই ম্যাচটি বের করে নিয়ে যান তিনি। এই ম্যাচ জেতায় পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত