তৃতীয় টি-২০ ম্যাচে ফের হারের মুখ দেখতে হলো ভারতকে। বিরাট কোহলি ৪৬ বলে ৭৭ রান করে অপরাজিত থাকলেও ১৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। দ্বিতীয় ইনিংসে দলের ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন বিরাট।
তিনি বলেন, ‘আমরা সম্মানজনক স্কোর করতে পারলেও আমাদের ম্যাচে ফিরে আসার লড়াইয়ে বাধা হয়ে দাঁড়ায় আমাদের ফিল্ডিং। দলের শরীরী ভাষা একেবারেই ঠিক ছিল না।’
নতুন বলে ইংরেজ বোলারদের বোলিংয়ের প্রশংসা করে ম্যাচ শেষে বিরাট বলেন, ‘এই উইকেটে ব্যাট করা কঠিন ছিল। ইংল্যান্ডের বোলাররা সঠিক জায়গায় বল করে গিয়েছে। বিশেষ করে প্রথম ছয় ওভারে। আমাদের জুটি সেভাবে গড়ে ওঠেনি।’
তবে নিজে ভাল খেললেও দল জিততে না পারায় একেবারেই খুশি নন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘দলের কাজে না আসলে ভাল খেলেও লাভ হয় না। আমি বেশিক্ষণ ব্যাট করতে চেয়েছিলাম। কারণ আমি জানতাম এই উইকেটে একবার নিজেকে মানিয়ে নিতে পারলে ভাল খেলা সম্ভব।’
এদিকে, পর পর ব্যর্থ হলেও কে এল রাহুলের পাশেই দাঁড়াচ্ছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘ও আমাদের দলের চ্যাম্পিয়ন ক্রিকেটার। শেষ ২-৩ বছরে ওর ব্যাটিং দেখে নিন। টি-২০ ক্রিকেটে ও অন্য যেকোনো ব্যাটসম্যানের থেকে ভাল। রোহিতের সঙ্গে ও ওপেন করবে। আমরা এ ব্যাপারে নতুন করে কিছু ভাবছি না। টি-২০ ক্রিকেটে ফর্মে ফেরা পাঁচ-ছয় বলের ব্যাপার।’
হার্দিক পাণ্ডের পাণ্ড্যর ওপর বাড়তি দায়িত্ব দিতে চান বিরাট। তিনি বলেন, ‘হার্দিককে আরও বেশি দায়িত্ব নিতে হবে। আরও বেশি বোলিং করতে হবে। কারণ ও আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। বোলার হিসেবেও ও ভাল করছে।’
প্রসঙ্গত, মঙ্গলবার (১৬ মার্চ) ১৫৭ রান তাড়া করতে নেমে ১০ বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচটি জিতে নেন ইংলিশরা।
বিডি প্রতিদিন/এমআই