বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আরও এক দুঃসংবাদ পেল নিউজিল্যান্ড। ইনজুরি আগেই কেড়ে নিয়েছে দলের অধিনায়ক কেন উইলিয়ামসনকে। এবার চোটের কারণে অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলরকেও অন্তত এক ম্যাচের জন্য পাচ্ছে না কিউই শিবির।
হ্যামস্ট্রিং চোটের কারণে টাইগারদের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলবেন না টেইলর। তবে দলের সঙ্গেই থাকবেন এই ডানহাতি ব্যাটসম্যান। তার বিকল্প হিসেবে দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান।
গত রবিবার সেন্ট্রাল স্ট্যাগস এবং ওয়েলিংটন ফায়ারবার্ডসের মধ্যকার প্ল্যাঙ্কেট শিল্ডের ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান টেইলর। বুধবার ডানেডিনে জাতীয় দলের সঙ্গে যোগ দিলেও চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন তিনি।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড আশা করছেন, খুব দ্রুতই সুস্থ হয়ে দলে ফিরবেন টেইলর। সিরিজের বাকি দুই ম্যাচেই তাকে একাদশে চান তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ