অবসর নেওয়ার ৫ বছর পর পুনরায় জাতীয় দলে ডাক পেয়েছেন সুইডেনের রেকর্ড গোলদাতা এসি মিলান তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ।
গত বছরের নভেম্বরে এক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ফের জাতীয় দলের হয়ে খেলার ইচ্ছে প্রকাশ করেন ৩৯ বছর বয়সী স্ট্রাইকার। সুইডেনের কোচ হেন অ্যান্ডারসন এরপর মিলানের উদ্দেশ্যে উড়াল দেন ইব্রার সঙ্গে সাক্ষাৎ করার জন্য।
সুইডেন বৃহস্পতিবার (২৫ মার্চ) বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হবে জর্জিয়ার। এর তিনদিন পর সুইডিশরা খেলবে কসোভার বিপক্ষে। ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের এই দুই ম্যাচের জন্য অ্যান্ডারসন তার স্কোয়াডে রেখেছেন ইব্রাকে।
ফের জাতীয় দলে ফেরার ব্যাপারটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইব্রাও। নিজের অফিসিয়াল টুইটার পেজে সুইডেনের জার্সি পরিহিত এক ছবি পোস্ট করে মিলান তারকা লেখেন, ‘ঈশ্বরের ফেরা।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ