ডানেডিনে ইউনিভার্সিটি ওভালে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট খোয়ালো বাংলাদেশ। টেন্ট বোল্টের বলে পঞ্চম ওভারে ফিরে যান তামিম ইকবাল ও সৌম্য সরকার।
এরপর সাজঘরে ফেরেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ক্রিজে সেট হওয়ার পরে লিটন দাস ৩৬ বলে ১৯ রান করেন। তিনি জিমি নিশামের বলে ক্যাচ আউট হন। অন্যদিকে একই বোলারকে খেলতে যেয়ে মুশফিকুর রহিম গ্যাপটিলের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ২৩ রানে আউট হন।
এরপর রান আউট হন মোহাম্মদ মিঠুন। এর আগে তিনি ২৭ বল খেলে ৯ রান করেন।
এর আগে ট্রেন্ট বোল্টের জোড়া আঘাতে তামিম ইকবাল ও সৌম্য সরকার সাজ ঘরে ফেরেন। তামিম করেন ১৩ রান। আর সৌম্য হিসাবের খাতাই খুলতে পারেনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডানেডিনে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ।
বিডি প্রতিদিন/আবু জাফর